Ajker Patrika

শোয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৫: ০৯
শোয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় নিজেদের শোয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। 

মৃতরা হলেন উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুম আলী সরদার (২২) ও তাঁর স্ত্রী লিমা খাতুন (২০)। লিমা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের আসকর আলীর মেয়ে। 

স্থানীয় লোকজন ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে খাবার শেষে ঘুমানোর জন্য নিজেদের ঘরে যান মাসুম ও তাঁর স্ত্রী লিমা। বুধবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি শুরু করে। কোনো সারা-শব্দ না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে মাসুমের গলায় গামছা ও লিমা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

এ বিষয়ে ওসি তারেকুর রহমান সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে অভিমান করে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন।’ 

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রহস্য উদ্‌ঘাটনে থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত