Ajker Patrika

বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২: ১৪
বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ফলের দোকান। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেট-সংলগ্ন ফল মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফল মার্কেটের ব্যবসায়ী লাল মিয়া বলেন, ‘এখানে আমাদের ১২টি দোকান ছিল। প্রতিটি দোকানেই বিভিন্ন ফল দিয়ে ভর্তি ছিলে। প্রতিটি দোকানে নগদ টাকা ছাড়াও ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। সকালে টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমরা পথে বসে গেলাম।’

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আগুনের সূত্রপাতটা হলো কীভাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরূপণ করা যায়নি, তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যান্য ফল ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত