Ajker Patrika

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাইয়ের

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ২১: ০৩
ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাইয়ের

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে সাত বছর বয়সী ভাইয়ের। প্রাণে বেঁচে যাওয়া ছোট বোনের নাম প্রভা ও প্রাণ হারানো ভাই ইয়ামিন হোসেন। আজ বুধবার দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

শিশু ইয়ামিন ও প্রভা উপজেলার মল্লিকচক গ্রামের আলামিন হোসেনের সন্তান। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল মঙ্গলবার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে পারভাঙ্গুড়া গ্রামে ভায়রার বাড়িতে ধান কাটতে আসেন দিনমজুর আলামিন হোসেন। আজ দুপুরে শিশু ইয়ামিন ও বোন প্রভা তাদের খালু পিন্টু প্রামাণিকের বাড়ির পাশে আমবাগানে খেলা করছিল। হঠাৎ ওয়াপদা বাঁধের খালের পানিতে পড়ে যায় প্রভা। বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ভাই ইয়ামিন। চেষ্টা করে পানি থেকে ছোট বোনকে জীবিত উদ্ধার করতে পারলেও ওই খালের পানিতেই তলিয়ে যায় ইয়ামিন নিজে। খবর পেয়ে বাড়ির লোকজন ও গ্রামবাসী অচেতন অবস্থায় ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়ামিনের বাবা ভায়রা পিন্টুর বাড়িতে মঙ্গলবার ধান কাটতে আসেন। হঠাৎ আজ দুপুরে খালের পানিতে ডুবে যাওয়া ছোট বোনকে বাঁচাতে তাঁর ছোট্ট ছেলে ইয়ামিন মারা যায়। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি খুব মর্মান্তিক। ছোট বোনকে বাঁচাতে গিয়ে সাত বছরের শিশুটি পানিতে ডুবে মারা যায়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত