Ajker Patrika

নাটোরে মাদ্রাসাশিক্ষককে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৯: ১৯
নাটোরে মাদ্রাসাশিক্ষককে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

নাটোরে এক মাদ্রাসাশিক্ষককে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাঁর নাম সাইদুল ইসলাম (৩৮)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের চিকুর মোড় এলাকায় সাইদুলকে ফেলে যায় দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যা ৬টার দিকে মাঝদিঘা এলাকা থেকে তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

এ ঘটনায় আজ শনিবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন হাফেজ সাইদুলের বাবা আব্দুর রহমান।

সাইদুল ইসলাম ইসলামি শাসনতন্ত্র আন্দোলন নাটোর জেলা শাখার কর্মী এবং মাঝদিঘা নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি সদর উপজেলার মাঝদিঘা পূর্বপাড়ার বাসিন্দা। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ছাতনি ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘একটি অনুষ্ঠানে থাকা অবস্থায় মাদ্রাসাশিক্ষক সাইদুলকে তুলে নেওয়ার খবর শুনে সেখানে যাই। তারপর খোঁজখবর নিই। পরে জানতে পারি চিকুর মোড় নামক স্থানে তাঁকে আহত অবস্থায় পাওয়া গেছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মাঝদিঘা মসজিদে সাইদুল ইসলাম মাগরিবের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় সন্ধ্যা ৬টার দিকে ছয়-সাতজন মুখোশ পড়া দুর্বৃত্ত তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের চিকুর মোড়ে তাঁকে হাতুড়িপেটা করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল ইসলাম বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না। আমার সঙ্গে কারও কোনো শত্রুতাও নেই। যারা আমাকে তুলে নেয় তাদের কাউকে আমি চিনিও না।’

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এ ঘটনায় আহত শিক্ষকের বাবা অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত