নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সক্রিয় কর্মী নয়নাল উদ্দিনের (৬০) মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় ময়নাতদন্ত এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সমাবেশ হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সিঅ্যান্ডবি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গত ১২ ডিসেম্বর নগরীর নিউমার্কেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এমপি ফারুকের একতলা রাজনৈতিক কার্যালয়ের পশ্চিম দিকে একই সীমানা প্রাচীরের ভেতর ‘থিম ওমর প্লাজা’ নামে তাঁর একটি বহুতল ভবন রয়েছে। থিম ওমর প্লাজার প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিংমল। আর সপ্তম থেকে দশমতলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট। ভবনের ১০তলার অ্যাপার্টমেন্টে বসবাস করেন এমপি ওমর ফারুক চৌধুরী।
এমন একটি স্থান থেকে নয়নালের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বোন কুলসুম বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। সম্প্রতি নয়নালের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, ওপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে নয়নাল মারা যান।
জাতীয় শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে সমাবেশে বক্তারা বলেন, এমপির কার্যালয়ের ম্যানহোল থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে নয়নালের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্তের যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তাই তাঁরা নয়নালের মরদেহের পুনরায় ময়নাতদন্ত দাবি করেন। পাশাপাশি নয়নালের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন ও জড়িত যিনিই হন না কেন, তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
নয়নালের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে এর আগে গত ১০ ফেব্রুয়ারি এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের সামনে ‘সচেতন রাজশাহীবাসী’ লেখা ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, এমপি ওমর ফারুক চৌধুরী নানান সময় বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছেন। কলেজশিক্ষক থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও এই রাজনৈতিক কার্যালয়ে নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর রাজনৈতিক কার্যালয়ে অনুমতি ছাড়া কেউ ঢুকতে কিংবা বের হতে পারেন না। সেখানে অর্ধগলিত অবস্থায় নয়নালের মরদেহ পাওয়া রহস্যজনক।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহাফুজুর রহমান বলেন, ‘১০-১৫ দিন হলো ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছি। এতে বলা হয়েছে, ওপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে নয়নাল মারা যান। এই প্রতিবেদন পাওয়ার পর সিনিয়র স্যারেরা বসেছিলেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সিনিয়র স্যারেরা আবার বসবেন। তারপর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
মাহাফুজুর রহমান জানান, এই ঘটনা তদন্ত করতে গিয়ে তিনি এখনো পর্যন্ত নয়নালের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এখন মৃত্যুর কারণ জানা গেছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুল আলম। সাধারণ সম্পাদক আক্তার আলীর পরিচালনায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুস সোহেল, জাতীয় শ্রমিক লীগের মহানগরের সহসভাপতি সেলিম রেজা বাইরন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ কর্মচারী ইউনিয়নের সভাপতি রেজায় করিম বুলবুল প্রমুখ।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সক্রিয় কর্মী নয়নাল উদ্দিনের (৬০) মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় ময়নাতদন্ত এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সমাবেশ হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সিঅ্যান্ডবি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গত ১২ ডিসেম্বর নগরীর নিউমার্কেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এমপি ফারুকের একতলা রাজনৈতিক কার্যালয়ের পশ্চিম দিকে একই সীমানা প্রাচীরের ভেতর ‘থিম ওমর প্লাজা’ নামে তাঁর একটি বহুতল ভবন রয়েছে। থিম ওমর প্লাজার প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিংমল। আর সপ্তম থেকে দশমতলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট। ভবনের ১০তলার অ্যাপার্টমেন্টে বসবাস করেন এমপি ওমর ফারুক চৌধুরী।
এমন একটি স্থান থেকে নয়নালের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বোন কুলসুম বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। সম্প্রতি নয়নালের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, ওপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে নয়নাল মারা যান।
জাতীয় শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে সমাবেশে বক্তারা বলেন, এমপির কার্যালয়ের ম্যানহোল থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে নয়নালের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্তের যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তাই তাঁরা নয়নালের মরদেহের পুনরায় ময়নাতদন্ত দাবি করেন। পাশাপাশি নয়নালের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন ও জড়িত যিনিই হন না কেন, তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
নয়নালের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে এর আগে গত ১০ ফেব্রুয়ারি এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের সামনে ‘সচেতন রাজশাহীবাসী’ লেখা ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, এমপি ওমর ফারুক চৌধুরী নানান সময় বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছেন। কলেজশিক্ষক থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও এই রাজনৈতিক কার্যালয়ে নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর রাজনৈতিক কার্যালয়ে অনুমতি ছাড়া কেউ ঢুকতে কিংবা বের হতে পারেন না। সেখানে অর্ধগলিত অবস্থায় নয়নালের মরদেহ পাওয়া রহস্যজনক।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহাফুজুর রহমান বলেন, ‘১০-১৫ দিন হলো ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছি। এতে বলা হয়েছে, ওপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে নয়নাল মারা যান। এই প্রতিবেদন পাওয়ার পর সিনিয়র স্যারেরা বসেছিলেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সিনিয়র স্যারেরা আবার বসবেন। তারপর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
মাহাফুজুর রহমান জানান, এই ঘটনা তদন্ত করতে গিয়ে তিনি এখনো পর্যন্ত নয়নালের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এখন মৃত্যুর কারণ জানা গেছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুল আলম। সাধারণ সম্পাদক আক্তার আলীর পরিচালনায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুস সোহেল, জাতীয় শ্রমিক লীগের মহানগরের সহসভাপতি সেলিম রেজা বাইরন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ কর্মচারী ইউনিয়নের সভাপতি রেজায় করিম বুলবুল প্রমুখ।
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
৮ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
৩৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগে