Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৬
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত বাংলাদেশি যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি ভোলাহাট উপজেলার কলোনিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। 

জাহাঙ্গীর আলম জানান, সকালে মাছ ধরার জন্য তিনি পোলাডাঙ্গা সীমান্ত এলাকায় নদীতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তিনি হাতে গুলিবিদ্ধ হন। 

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ভারতীয় অংশে চলে যায়। এ সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। জাহঙ্গীরের ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত