Ajker Patrika

বগুড়ায় লুট, রাজশাহীতে পরিত্যক্ত ট্রাক, নওগাঁয় ২২ লাখ টাকার তেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে লুট হওয়া পাম তেলভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক থেকে একটি গুদামে তেল নামিয়ে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, বুধবার ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রাম তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তেলের পরিমাণ ১৩ হাজার ৯৫০ কেজি। এই তেলের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাপাহারের ওই গুদাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা তেল সাপাহার থেকে গোদাগাড়ীতে আনা হচ্ছে। ট্রাক উদ্ধারের ঘটনায় আগেই থানায় একটি মামলা হয়েছে।

এর আগে গত রোববার চট্টগ্রাম থেকে ট্রাকটি পাম তেল নিয়ে রংপুরে যাচ্ছিল। রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাত দল তেলভর্তি ট্রাকটি থামায়। তারপর ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকে তুলে নেওয়া হয়। এরপর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাঁদের অচেতন করে ফেলে দেওয়া হয়।

ওসি রুহুল আমিন জানান, যারা ট্রাকটি লুট করেছিল, তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তার তিনজনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব ‘বিক্রি’ করবেন ট্রাম্প

৪ পদ বাদে সব কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় নাগরিক কমিটির

চীন সফর ও নতুন দলে থাকা নিয়ে আলোচনা, যা জানালেন জোনায়েদ ও রিফাত

নতুন ছাত্রসংগঠন ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ আজ বিকেলে, থাকছেন যাঁরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত