Ajker Patrika

বগুড়ায় ভগ্নিপতির সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭: ১৯
বগুড়ায় ভগ্নিপতির সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ভগ্নিপতির সঙ্গে যমুনা নদী দেখতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মায়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মায়া বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের দয়েরপাড়া গ্রামের আবদুল মালেকের মেয়ে।

সে গাবতলী ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। মায়ার বাবা মালেক ঢাকায় একটি মেডিকেল কলেজে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মায়া তার দুলাভাই আবু রায়হানের সঙ্গে মোটরসাইকেলে সারিয়াকান্দি কালীতলা গ্রোয়েন বাঁধ এলাকায় যমুনা নদী দেখতে যায়। বিকেল চারটার দিকে সারিয়াকান্দি-বগুড়া সড়কে গরু মারা সেতুতে সারিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মায়া গুরুতর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মায়াকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মায়া মারা যায়। আহত দুলাভাই আবু রায়হান হাসপাতালে চিকিৎসাধীন। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত