Ajker Patrika

রাজশাহীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

রাজশাহীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে রাজশাহীর দামকুড়া থানার কাজিপুর ল-পাড়া গ্রামের একটি আমবাগানে ওই রিকশা চালকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে গতকাল শনিবার তাঁকে হত্যা করা হয়েছে। 

নিহত রিকশাচালক মো. সাজিমুল (৩৫) দামকুড়া থানার বাথানবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আলম। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, সাজিমুল ব্যাটারিচালিত একটি রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকেলে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে স্থানীয়রা আমবাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, সাজিমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সাজিমুলের রিকশাটি পাওয়া যায়নি। এই রিকশার জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত