Ajker Patrika

 ‘নগদ’ কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
 ‘নগদ’ কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জাহিদ হাসান নামে নগদের ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে ছুরিকাঘাত করে ৫ লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে হেলমেট পরিহিত ছিনতাইকারীরা তাঁর কাছে থেকে দুটি মোবাইল ফোন নিয়ে গিয়ে গেছে বলে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে এ ঘটনা ঘটেছে জানিয়েছেন ভুক্তভোগী। 

ভুক্তভোগী জাহিদ হাসান বলেন, রোববার সকালে রাজশাহী থেকে দুর্গাপুর উপজেলায় যান তিনি। নগদের বিভিন্ন দোকানে টাকা বিতরণ ও পাওনা টাকা তোলেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার দাওকান্দি যাওয়ার পথে জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে তিনজন ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করে এবং ছুরিকাঘাত করে। এরপর টেনে হিঁচড়ে তার সঙ্গে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তিনজনের মধ্যে দুজন হেলমেট পরিহিত ও একজন মুখে রুমাল বাধা ছিল। ওই ব্যাগে ৫ লাখ ১৬ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিল। 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত