Ajker Patrika

তানোরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

তানোর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ৫৬
তানোরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর তানোরে মাদ্রাসায় পড়ুয়া মাস্তুরা খাতুন (১৩) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলার কামারগাঁ ইউনিয়নের শ্রীখণ্ডা গ্রামের আতাউর বিশ্বাস মুকুলের মেয়ে।

আজ মঙ্গলবার সকালে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে মাস্তুরা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফাঁকা বাড়িতে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শারীরিক (মাথার) সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় কোনো বাদী না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত