প্রতিনিধি, পাবনা
সারা দেশের মতো পাবনায়ও আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সকাল থেকেই থেমে থেমে চলছে মুষলধারে বৃষ্টি। লকডাউন আর বৃষ্টির কারণে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। বিনা প্রয়োজনে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদের প্রশাসনের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে।
দুপুরে সরেজমিনে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ও বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসােনা হয়েছে। সড়কে পথচারী বা যান চলাচল তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে দুই–চারজনকে ঘোরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাঁদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিদোকান খোলা রয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, প্রথম দিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহলে রয়েছে র্যাব, চার প্লাটুন বিজিবির সদস্য ও সেনাবাহিনীর তিনটি দল।
দুপুর ১২টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনের সবাই মাঠে রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সবার সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না।’
সারা দেশের মতো পাবনায়ও আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সকাল থেকেই থেমে থেমে চলছে মুষলধারে বৃষ্টি। লকডাউন আর বৃষ্টির কারণে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। বিনা প্রয়োজনে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদের প্রশাসনের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে।
দুপুরে সরেজমিনে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ও বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসােনা হয়েছে। সড়কে পথচারী বা যান চলাচল তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে দুই–চারজনকে ঘোরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাঁদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিদোকান খোলা রয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, প্রথম দিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহলে রয়েছে র্যাব, চার প্লাটুন বিজিবির সদস্য ও সেনাবাহিনীর তিনটি দল।
দুপুর ১২টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনের সবাই মাঠে রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সবার সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না।’
জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় এক শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে এক দল ডাকাত পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়।
১ মিনিট আগেরাজধানীতে চেতনানাশক ওষুধ মেশানো মিষ্টি খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে।
১২ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মাজারে কিছু হামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট আছে। আমি আন্তমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এগুলো নিয়ে প্রতি মাসেই আমাদের মধ্যে আলোচনা হয়। আমরা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা সিসি ক্যামেরা বসান। কোনো দুর্বৃত্ত যদি
১২ মিনিট আগেমাদারীপুরে চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ সময় একজনের দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। এতে তাঁর চোখ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার দুপুরে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনকে পুলিশ আটক করেছে।
১৬ মিনিট আগে