Ajker Patrika

পাবনায় লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিনিধি, পাবনা
আপডেট : ০১ জুলাই ২০২১, ১৪: ৪৬
পাবনায় লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন

সারা দেশের মতো পাবনায়ও আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সকাল থেকেই থেমে থেমে চলছে মুষলধারে বৃষ্টি। লকডাউন আর বৃষ্টির কারণে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। বিনা প্রয়োজনে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদের প্রশাসনের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে।

দুপুরে সরেজমিনে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ও বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসােনা হয়েছে। সড়কে পথচারী বা যান চলাচল তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে দুই–চারজনকে ঘোরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাঁদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিদোকান খোলা রয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।

এদিকে, প্রথম দিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহলে রয়েছে র‍্যাব, চার প্লাটুন বিজিবির সদস্য ও সেনাবাহিনীর তিনটি দল।

পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে প্রায় জনশূন্যদুপুর ১২টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনের সবাই মাঠে রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সবার সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত