Ajker Patrika

রাজশাহীতে চলছে আন্তঃজেলা বাস

প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২১, ১৭: ১৭
রাজশাহীতে চলছে আন্তঃজেলা বাস

রাজশাহী: টানা ২১ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে গণপরিবহন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার ভোর থেকে অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে শুধু জেলার ভেতরে বাস চলাচল করতে পারবে। সারা দেশে বন্ধ থাকবে আন্তঃজেলা বাস। তবে রাজশাহীতে এই নির্দেশনা মানা হচ্ছে না। এ জেলা থেকে চলছে আন্তঃজেলা বাসও।

আজ সকাল থেকেই রাজশাহীর সঙ্গে আশপাশের জেলাগুলোর বাস চলাচল শুরু হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, শুধু জেলার ভেতরেই বাস চলাচল সীমাবদ্ধ রাখা হয়েছে। বাসে স্বাস্থ্যবিধিও পুরোপুরি নিশ্চিত করা হচ্ছে। যদিও অনেক বাসে হেলপারদের মাস্ক পরতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় রাজশাহী মহানগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালে যাত্রী নামাচ্ছিল নর্দার্র ক্রস নামের একটি বাস। বাসের হেলপার সিজার জানালেন, তাঁরা নওগাঁর সাবাইহাট থেকে এসেছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে অর্ধেক আসনে যাত্রী তোলা হয়েছে। ভাড়া নেওয়া হয়েছে ৬০ শতাংশ বেশি। এই বাসে নওগাঁর মান্দা উপজেলার চৌদ্দমাইল থেকে সপরিবারে আসেন মেডিকেল টেকনোলজিস্ট সারোয়ার হোসেন। তিনি বলেন, প্রথমদিন বলে হয়ত বাসে স্বাস্থ্যবিধি মানা হয়েছে। পরে কী হয় সেটা দেখার বিষয়।

বেলা ১১টা ১৭ মিনিটে নগরীর রেলগেট এলাকায় যাত্রী তুলছিল মনিরা পরিবহনের বাস। চালক খোশবোর রহমান জানালেন, তিনি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, বাসে যাত্রী তোলার আগে হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে। কিন্তু এই বাসে যাত্রী তোলার সময় যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দিতে দেখা যায়নি।

 শুধু জেলার ভেতরে বাস চলাচলের কথা থাকলে রাজশাহী–নওগাঁ রুটের বাস চলতে দেখা গেছে।এ বিষয়ে জানতে চাইলে বাসের হেলপার সাফিন আহমেদ বাসের সামনে থেকে একটি বোতলে রাখা তরল বের করে দেখালেন। বললেন, তাঁদের কাছে সবই আছে। এরপর যেসব যাত্রী উঠছিলেন তাঁদের হাতে বোতলের ওই জীবাণুনাশক স্প্রে করতে শুরু করলেন সাফিন। নিজ জেলা ছাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার বিষয়ে জানতে চাইলে সাফিন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এটা সমিতি বলতে পারবে।

 সমিতির সিদ্ধান্তেই লকডাউনের নির্দেশনা লঙ্ঘন করে আন্তঃজেলা বাস চালানো হচ্ছে বলে স্বীকার করেছেন চালকরা।জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, যাত্রীরা খুব অসুবিধায় ছিলেন। শ্রমিকেরাও সংকটে ছিলেন। বাস চলাচল শুরু হওয়ায় সবার সুবিধা হবে। বাস জেলা ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা মালিক সমিতি বলতে পারবে। কথা বলতে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটোকে একাধিকবার ফোন করা হলেও তিনি জবাব দেননি।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে। করোনার সংক্রমণ এড়াতে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচল। এ নিষেধাজ্ঞা আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত