Ajker Patrika

বগুড়ায় ট্রাকে আগুন, থমথমে শহর

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রাকে আগুন, থমথমে শহর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরে ঝটিকা মিছিল করেছে শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিবিরের নেতা-কর্মীরা শহরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি অর্ধ কিলোমিটার দূরে পিটিআই মোড়ে পৌঁছালে পুলিশ ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শিবিরের কয়েকজন কর্মী রহমান নগর এলাকায় ঢুকে পড়লে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রাকিব নামের একজনকে তারা আটক করে পুলিশে দেয়।

অন্যদিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শহরতলির ফুলদীঘিতে যুবদল মশাল মিছিল বের করে। এ সময় আবুল খায়ের কোম্পানির একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে লিচুতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে আতঙ্কে রাত ৮টার মধ্যে বগুড়া শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায়। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে লোকজন কমতে থাকে সন্ধ্যার পর থেকেই। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। শহর ছাড়াও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত