নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ওবায়দুর রহমান। এ সময় তিনি ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান।
আজ বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
ঈগল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়ী হয়েছি। আর নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন, যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়।’
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ওবায়দুর বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তারা কক্ষের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে নিজেরা ভোট দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। তাহলে জনগণের রায় বেরিয়ে আসবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘নৌকার সমর্থকেরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করছে, প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেটা যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে সাজা দিন। দয়া করে আমার ওপর আস্থা রাখা জনগণকে রক্ষা করুন।’
এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, রাহেনুল হক ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটে কোনো ধরনের কারচুপির প্রশ্নই ওঠে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ওবায়দুর রহমান। এ সময় তিনি ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান।
আজ বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
ঈগল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়ী হয়েছি। আর নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন, যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়।’
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ওবায়দুর বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তারা কক্ষের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে নিজেরা ভোট দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। তাহলে জনগণের রায় বেরিয়ে আসবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘নৌকার সমর্থকেরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করছে, প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেটা যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে সাজা দিন। দয়া করে আমার ওপর আস্থা রাখা জনগণকে রক্ষা করুন।’
এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, রাহেনুল হক ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটে কোনো ধরনের কারচুপির প্রশ্নই ওঠে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৩ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩০ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৬ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৭ মিনিট আগে