Ajker Patrika

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার সাবেক ইউপি চেয়ারম্যানের

পাবনা প্রতিনিধি
অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার সাবেক ইউপি চেয়ারম্যানের

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক। 

মঙ্গলবার দুপুরে মাসুমদিয়া ইউনিয়নে ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল হক বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সত্য নয় বলে দাবি করেন তিনি। বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে চালাচ্ছে। তিনি যাতে দলীয় মনোনয়ন না পান সে জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওই মহলটি। 

লিখিত বক্তব্যে শহিদুল হক অভিযোগ করেন, মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেন কৌশলে পেছনে থেকে এ অপপ্রচার চালাচ্ছেন। অথচ এই মিরোজ হোসেনের দশ বছর আগেও তেমন কিছু ছিল না। এর মধ্যে তিনি ঢাকায় ৩টি ফ্ল্যাট,২টি ব্যক্তিগত গাড়ি, নামে বেনামে সম্পদের মালিক বনে গেছেন। তিনি এখন বেশির ভাগ সময় ঢাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। হাতে গোনা কিছুদিন এলাকায় আসেন। তাঁর জন্য গ্রামের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এক সময় জাসদ করতেন ও বামপন্থী রাজনীতি করতেন। সেখান থেকে আওয়ামী লীগে এসে এখন তিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। 

সংবাদ সম্মেলনে মাসুমদিয়া ইউনিয়ন কুষকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশু, সহসভাপতি মুন্সি আব্দুল হামিদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরোজ হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ সেটি তো তদন্ত করেছেন ইউএনও, জেলা প্রশাসক, দুদক। সেখানে তার সব প্রমাণ রয়েছে। আমি তো তাঁর বিরুদ্ধে অভিযোগও করিনি। আমার কোনো এখতিয়ারও নেই। আমি ইউনিয়নবাসীর কতটুকু সেবা করেছি তার প্রমাণ সাধারণ মানুষই দেবে। এখানে আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর অপকর্মের খেসারত তিনিই দেবেন। তাঁর অপকর্ম ঢাকার জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত