নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ী এলাকার আব্দুল মালেকের ছেলে। পলাতক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তাঁরা। এরপর সেখানে বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সন্ধ্যার দিকে বাসায় তালা দেওয়া দেখেন প্রতিবেশীরা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে স্বামী মিলন হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ উদ্ধার করেন।
প্রতিবেশী রুমা আক্তার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন। দুপুর থেকে তাঁরা স্বামী-স্ত্রী একসঙ্গে বাসা পরিষ্কার করছিলেন। রাতে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এ সময় নিহতের স্ত্রীকে দেখা যায়নি।’
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
নওগাঁ শহরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ী এলাকার আব্দুল মালেকের ছেলে। পলাতক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তাঁরা। এরপর সেখানে বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সন্ধ্যার দিকে বাসায় তালা দেওয়া দেখেন প্রতিবেশীরা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে স্বামী মিলন হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ উদ্ধার করেন।
প্রতিবেশী রুমা আক্তার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন। দুপুর থেকে তাঁরা স্বামী-স্ত্রী একসঙ্গে বাসা পরিষ্কার করছিলেন। রাতে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এ সময় নিহতের স্ত্রীকে দেখা যায়নি।’
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
‘মাঝ রাইতে হঠাৎ বিকট শব্দে নদের বাঁধ ভাইঙা ঢলের পানি আমগর বাড়িঘরে ওঠে। কিছু বুঝবার আগেই ঘর ভাইঙা আসবাব ও হাঁস-মুরগি ভাইসা যায়। তহন প্রায় ১০ দিন স্বামী-সন্তান লইয়া মানুষের বাসায় আছিলাম।
৫ মিনিট আগেরাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে