Ajker Patrika

হালতি বিলে ভ্রমণে এসে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
হালতি বিলে ভ্রমণে এসে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ভ্রমণে এসে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৬) ও সাদমান আব্দুল্লাহ (৮) জেলার লালপুর উপজেলার আরিফ ইসলামের ছেলে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ শুক্রবার আরিফ ইসলামের মা, স্ত্রী ও তাঁর দুই ছেলে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহকে নিয়ে নলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে তাঁরা সবাই মিলে হালতি বিলের নৌকা ভাড়া নিয়ে ১৭ জন ভ্রমণে বের হন। সন্ধ্যা ৬টার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে নৌকাটি ডুবে যায়। 

এ সময় ১৭ জন যাত্রীর মধ্যে ১৫ জন যাত্রী সাতরিয়ে উঠতে পারে। তবে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহ পানিতে নিখোঁজ হয়। 

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মেহেরুল আজকের পত্রিকাকে বলেন, নৌকা ডুবের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত