Ajker Patrika

দুই আসনেই মনোনয়নপত্র বাতিল ‘ষড়যন্ত্র’, আপিল করবেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ৫২
দুই আসনেই মনোনয়নপত্র বাতিল ‘ষড়যন্ত্র’, আপিল করবেন হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ত্রুটি ও সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাঁদের মনোনয়ন বাতিল করেন। 

আজ রোববার দুপুরে যাচাই-বাছাইকালে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

দুটি আসনেরই মনোনয়নপত্র বাতিল করা মেনে নিতে পারছেন না হিরো আলম। তিনি বলেছেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে। 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৯,১০ ও ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারলে তাঁদের প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ আছে। 

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘একই অজুহাতে একাদশ জাতীয় নির্বাচনেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলাম। এবারও আপিল করব এবং আশা করছি দুই আসনেই আমার প্রার্থিতা ফিরে পাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত