Ajker Patrika

বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ২০ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০: ১৭
বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ২০ 

নাটোরে বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম ভুলু আকন্দ (৬৫)। তিনি সিংড়া উপজেলার আটঘোলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন—সাদ ইসলাম শুভ (২২), হেলাল (৪০), আফসাল (৪৫), জয়নাল আবেদীন (৩০), রুবেল ইসলাম (২১), দৃষ্টি (৩০), মিলি (৩৮), উজির উদ্দিন (৪২)। আহতদের উপজেলা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনপারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন এবং নাটোর থেকে রত্না পরিবহন মানিকপুর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। । স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করে ও রত্মা পরিবহনের চালকসহ চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। 

বনপরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানা বলেন, হানিফ পরিবহ একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষ হয়। বাস দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত