Ajker Patrika

রাজশাহীতে নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীতে শাহীন (২২) নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর শিরোইল মঠপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহীন নওগাঁ জেলার মান্দা উপজেলার ওহেদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, শাহীন নামে ওই নিরাপত্তা কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার একটি মেস থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে মহানগরীর থিম ওমর প্লাজায় নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দেন শাহীন। সেখানে তিনি ট্রেনিং অবস্থায় ছিলেন। শনিবার সকালে মেসে গলায় গড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

খবর পেয়ে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। তবে ঠিক কি করণে ওই নিরাপত্তা কর্মী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এই ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।’ আইনি প্রক্রিয়া শেষে শাহীনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত