Ajker Patrika

কবি সরোজ দেবের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৮: ২৬
কবি সরোজ দেবের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বরেণ্য কবি, শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘শব্দ’-এর সম্পাদক, লিটন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়া লেখক চক্রের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে সরোজ দেবের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

মানববন্ধনে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ অন্য নেতারা। 

তিন দিনব্যাপী বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে অংশ নিয়ে লিটন ম্যাগাজিন কবি সরোজ দেব গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় নিজের বাসভবনে যান। এর পরই শুক্রবার তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এতে কবি ও তার পরিবারের সদস্যরা আহত হন। 

ওই দিনই তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সরোজ দেব শুক্রবার সকালে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় আসামি সাজ্জাদ হোসেন ও তাঁর সহযোগীরা ‘কোনো কারণ ছাড়াই’ ঘরে ঢুকে তাঁকে মারধর করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত