নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফেসবুকে আরেক জনের নামে ভুয়া আইডির খুলে আপত্তিকর ছবি প্রচার করে ফাঁসানোসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে রাজশাহীতে দুই যুবককে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রের আলাদা তিনটি ধারার প্রত্যেকটিতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁদের। এ ছাড়া দুজনকেই প্রতিটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রতি পাঁচ লাখের জন্য আরও ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্ত দুই আসামিকে। আজ মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামের ওয়াসিম আল রাজী (৩৩) ও আলোকছত্র গ্রামের নাসিম আলী (২০)। এদের মধ্যে ওয়াসিম আল রাজী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ‘দুই আসামি এলাকার এক হিন্দু সম্প্রদায়ের ছেলের নামে ফেসবুকে আইডি খোলেন। গত বছরের ১ আগস্ট ওই আইডি থেকে তাঁরা বিভিন্নজনকে ধর্মীয় উসকানিমূলক লেখা ও ছবি পাঠান।
বিষয়টি জানতে পেরে পুলিশ দুজনকে আটক করে। পরে তাঁদের কাছে পাওয়া মোবাইল ফোনে ওই ভুয়া আইডির মাধ্যমে আপত্তিকর ছবি পাঠানোর প্রমাণ মেলে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’
আইনজীবী ইসমত আরা আরও জানান, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। আজ মামলার রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আদালত বলেছেন, আসামিদের তিনটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে।
ফেসবুকে আরেক জনের নামে ভুয়া আইডির খুলে আপত্তিকর ছবি প্রচার করে ফাঁসানোসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে রাজশাহীতে দুই যুবককে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রের আলাদা তিনটি ধারার প্রত্যেকটিতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁদের। এ ছাড়া দুজনকেই প্রতিটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রতি পাঁচ লাখের জন্য আরও ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্ত দুই আসামিকে। আজ মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামের ওয়াসিম আল রাজী (৩৩) ও আলোকছত্র গ্রামের নাসিম আলী (২০)। এদের মধ্যে ওয়াসিম আল রাজী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ‘দুই আসামি এলাকার এক হিন্দু সম্প্রদায়ের ছেলের নামে ফেসবুকে আইডি খোলেন। গত বছরের ১ আগস্ট ওই আইডি থেকে তাঁরা বিভিন্নজনকে ধর্মীয় উসকানিমূলক লেখা ও ছবি পাঠান।
বিষয়টি জানতে পেরে পুলিশ দুজনকে আটক করে। পরে তাঁদের কাছে পাওয়া মোবাইল ফোনে ওই ভুয়া আইডির মাধ্যমে আপত্তিকর ছবি পাঠানোর প্রমাণ মেলে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’
আইনজীবী ইসমত আরা আরও জানান, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। আজ মামলার রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আদালত বলেছেন, আসামিদের তিনটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৩ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩০ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৬ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৭ মিনিট আগে