Ajker Patrika

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুজনের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুজনের ১৫ বছরের কারাদণ্ড

ফেসবুকে আরেক জনের নামে ভুয়া আইডির খুলে আপত্তিকর ছবি প্রচার করে ফাঁসানোসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে রাজশাহীতে দুই যুবককে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রের আলাদা তিনটি ধারার প্রত্যেকটিতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁদের। এ ছাড়া দুজনকেই প্রতিটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রতি পাঁচ লাখের জন্য আরও ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্ত দুই আসামিকে। আজ মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। 

দণ্ডিত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামের ওয়াসিম আল রাজী (৩৩) ও আলোকছত্র গ্রামের নাসিম আলী (২০)। এদের মধ্যে ওয়াসিম আল রাজী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ‘দুই আসামি এলাকার এক হিন্দু সম্প্রদায়ের ছেলের নামে ফেসবুকে আইডি খোলেন। গত বছরের ১ আগস্ট ওই আইডি থেকে তাঁরা বিভিন্নজনকে ধর্মীয় উসকানিমূলক লেখা ও ছবি পাঠান।

বিষয়টি জানতে পেরে পুলিশ দুজনকে আটক করে। পরে তাঁদের কাছে পাওয়া মোবাইল ফোনে ওই ভুয়া আইডির মাধ্যমে আপত্তিকর ছবি পাঠানোর প্রমাণ মেলে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’

আইনজীবী ইসমত আরা আরও জানান, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। আজ মামলার রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আদালত বলেছেন, আসামিদের তিনটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত