Ajker Patrika

ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ

­­­নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২৩: ২৩
বাড়ির গ্যারেজে বসে আছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার। ছবি: আজকের পত্রিকা
বাড়ির গ্যারেজে বসে আছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার। ছবি: আজকের পত্রিকা

নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় একমাত্র ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর মোড়ে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে।

বিলকিস আক্তার বলেন, তাঁর স্বামী প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী তিন সন্তান ও তিনি বসতবাড়ির মালিক হন। কিন্তু ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ জমির পুরো মালিকানা নিজের নামে নিতে চাপ দেন। রাজি না হওয়ায় শুরু হয় পারিবারিক বিরোধ।

বিলকিস আক্তার জানান, আজ বেলা ১১টায় নিজের ফ্ল্যাটে ফিরতে গেলে দেখেন, দোতলায় ওঠার সিঁড়িতে তালা লাগানো। ছেলেকে জানালে মোস্তাফিজুল সাফ জানিয়ে দেন, তাঁকে বাড়িতে ঢুকতে দেবেন না।

বিলকিস আক্তার বলেন, ‘আমি রোজা রেখেছি। সারা দিন গ্যারেজে বসে আছি। আমার স্বামীর স্মৃতির এই বাড়িতে বাকি জীবন কাটাতে চাই। আমার মেয়েরা তাদের অংশ আমার নামে লিখে দিয়েছে। এখন কাগজে-কলমে আমার মালিকানা বেশি। তবু ছেলে আমাকে ঢুকতে দিচ্ছে না।’

বিলকিস আক্তারের জামাতা আবুজার গাফফার বলেন, ‘আমার শ্যালক আগেও শাশুড়িকে নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে। সেই ঘটনায় মামলা আছে। তার মানবতা বলে কিছু নেই। তাই ২০২৩ সালে আমার স্ত্রী ও শ্যালিকা জমির অংশ মায়ের নামে লিখে দিয়েছে। এখন শাশুড়ি প্রায় ৭০ শতাংশের মালিক। অথচ তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না।’

অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, ‘বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মা স্বেচ্ছায় তাঁর মেয়ের বাসায় বসবাস করছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ; তাই তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিকেলে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সামনে স্থানীয় মানবাধিকার কমিশনের সদস্যদের উপস্থিতিতে বিলকিস আক্তারকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেন মোস্তাফিজুল। সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের নওগাঁ ইউনিটের সমন্বয়ক চন্দন দেব বলেন, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।

মানবাধিকারকর্মী নাইস পারভীন বলেন, নিজের মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া, দায়িত্ব না নেওয়া অমানবিক ও আইনের লঙ্ঘন।

এদিকে সন্ধ্যায় বিলকিস আক্তার নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত