Ajker Patrika

নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ২০: ০৮
নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোরের লালপুরে টেলিভিশন মেকানিক সোহেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পিবিআই। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন উপজেলার এয়ারপোর্ট মোড় এলাকার শফিকুল ইসলাম শফি ও তাঁর স্ত্রী কুলসুম বেগম। 

পিবিআই নাটোর ইউনিটের ইন্সপেক্টর (অ্যাডমিন) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১২ মার্চ লালপুরের একটি ভুট্টাখেত থেকে সোহেল নামে এক টেলিভিশন মেকানিকের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার ওই দুই আসামিকে (স্বামী-স্ত্রী) গ্রেপ্তার করা হয়। 

এর আগে ১৩ মার্চ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়কে লাশ রেখে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে একই দাবিতে ১৫ মার্চ মানববন্ধন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত