Ajker Patrika

মান্দায় নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দায় নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ

নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ১০ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

কারাদণ্ডাদেশ পাওয়া চাকরিপ্রার্থীরা হলেন রবিউল ইসলাম, মো. মিঠুন, সুলতান মাহমুদ, নাইমুর রহমান, মোস্তাফিজুর বিন আমিন, জারজিস আলম, ফজলে রাব্বী মণ্ডল, নুর আলম, জামাল উদ্দিন ও আব্দুল্লাহ সাইরাফি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘পরীক্ষা চলার সময়ে কক্ষের ভেতর মোবাইল ফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ কেন্দ্র থেকে তিনজন, শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুজন ও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে পাঁচজন পরীক্ষাকে আটক করা হয়।’ 

পৃথক ভ্রাম্যমাণ আদালতে আটক চাকরিপ্রার্থীদের মধ্যে রবিউল, জারজিস, জামাল ও আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এক মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে মিঠুন, সুলতান ও ফজলে রাব্বীকে। নুর আলমকে ৭ দিন এবং নাইমুর ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। 

ইউএনও বলেন, ‘সাজা পাওয়া ১০ চাকরিপ্রার্থীকে মান্দা থানা-পুলিশের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।’ 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার পাঁচটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত