Ajker Patrika

বিএনপি স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৩: ০৭
বিএনপি স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। দলটির মহাসচিব ফখরুল ইসলাম এখনো বলেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম। তাঁর কথায় স্বাধীনতাবিরোধীরা স্বস্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।’

আজ রোববার দুপুরে সাপাহারে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে, যার সরাসরি উপকারভোগী নারী। দরিদ্র সন্তানের লেখাপড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার।’ উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচিত করেছে শেখ হাসিনার সরকার বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক জিয়া পলাতক জীবন যাপন করে। শেখ হাসিনার সরকার এ দেশে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত, তাদেরও বিচারের ব্যবস্থা করবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। ভুল বুঝিয়ে গ্রামের মা-বোনদের যাতে কোনো দল বা ব্যক্তি বিভ্রান্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরুল ইসলাম, সাপাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান।

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত