Ajker Patrika

আদমদীঘিতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৩: ৫০
আদমদীঘিতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু 

বগুড়ার আদমদীঘি উপজেলায় পানিতে ডুবে মোজাহার হোসেন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টা নাগাদ সান্তাহার পৌরসভার মালশন মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার হোসেন ওই মহল্লার মৃত অহির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোজাহার হোসেন প্রতিদিন বাংলা মদ সেবন করেন। সোমবার তিনি সান্তাহার শহর থেকে অতিরিক্ত মদ সেবন করে বাড়ি ফেরেন। নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির পাশে পুকুরপাড়ে বসে ছিলেন। পুকুরপাড়ে বসে থাকা অবস্থায় নিজেকে সামাল দিতে না পেরে একসময় পানিতে পড়ে ডুবে যান।

তাঁরা আরও জানান, পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোজাহার হোসেনের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পৌরসভার কাউন্সিলর জার্জিস আলম রতন ।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত