Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তরুণ নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
নিহত অভি সরদার। ছবি: সংগৃহীত
নিহত অভি সরদার। ছবি: সংগৃহীত

পাকশী লালন শাহ সেতুর ওপর বেপরোয়া গতির দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক তরুণ।

আজ মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা প্রান্ত দিয়ে যাওয়ার সময় কুষ্টিয়ার ভেড়ামারা অংশে সেতুর দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম অভি সরদার (১৯)। দুর্ঘটনায় আহত তাইজুল ইসলাম রাব্বিকে (২০) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত অভি সরদার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবলচরা সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে ও আহত রাব্বি ছিলিমপুর গ্রামের নুরুল ইসলাম কন্ট্রাকটরের ছেলে। হতাহতরা সম্পর্কে মামা-ভাগনে।

দুর্ঘটনায় হতাহতের স্বজন ও কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তাঁরা দুটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। দুপুরে ঈশ্বরদী প্রান্ত থেকে পাকশী লালনশাহ সেতুর ওপর উঠলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে চালানো অভির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঢালাই আইল্যান্ডে প্রচণ্ড জোরে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ নিচে ছিটকে পড়ে যায় এবং পুনরায় পাশের একটি ল্যাম্পপোস্টে এসে মাথায় গুরুতর আঘাত লেগে মাটিতে পড়ে যায়। পাশাপাশি অভির মোটরসাইকেলের সঙ্গেও ধাক্কা লেগে রাব্বির মোটরসাইকেলের। এতে রাব্বিও নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে সেতুর নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সদস্য, পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক এ সময় অভিকে মৃত ঘোষণা করেন। রাব্বিকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়।

চৌড়হাঁস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলটি হাইওয়ে পুলিশের হলেও কুষ্টিয়ার ভেড়ামারা থানা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের আপত্তি না থাকায় সন্ধ্যায় অভি সরদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত