Ajker Patrika

পুঠিয়ায় আওয়ামী লীগ নেতার মহড়ায় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৩: ০৬
Thumbnail image

রাজশাহীর পুঠিয়ায় সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদের মহড়ায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় মিনি ট্রাক, মাইক্রোবাস ও পাঁচ-ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিরা। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝলমলিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তবে এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, শুনেছি, মহড়ায় দুজন আহত হয়েছেন। তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাঈদ হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতা মাসুদের লোকজন মিনি ট্রাক, মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেল নিয়ে বেলপুকুর থেকে ঝলমলিয়া এলাকায় আসে। ডাকবাংলো এলাকায় আসামাত্র আগে থেকে অবস্থান নেওয়া একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ওই বহরে হামলা চালায়। এতে মহড়ায় অংশ নেওয়া কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে হিমেল নামের একজনকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, হামলাকারীরা একটি মিনি ট্রাক, একটি মাইক্রোবাস ও পাঁচ-ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করেন।  

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, গতকাল সন্ধ্যার পর মহড়ায় কয়েকটি গাড়ি পেছনে পড়ে যায়। আর ওই গাড়িগুলো ঝলমলিয়া এলাকায় আসামাত্র একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, গতকাল রাত থেকে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত সময় গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করা হবে। এখন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, গত ৯ জুলাই ঝলমলিয়া হাট ইজারদার ও সাবেক সেনাসদস্য নাজমুল ইসলাম সুমনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পরদিন আহত সুমনের বাবা বাদী হয়ে থানায় ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদকে। সম্প্রতি ওই মামলা থেকে আহসানুল হক মাসুদ সাময়িক জামিন পায়। আর সোমবার রাতে তিনি দলের নেতা-কর্মীদের মহড়ার মাধ্যমে এলাকায় আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত