ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে চাঁদা চেয়ে যমুনা নদী থেকে বালু তোলায় বাধা দেওয়ায় রফিকুল ইসলাম ডলার (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা বেলাল হোসেনের বিরুদ্ধে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান-কৈয়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম ডলার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেলাল হোসেন ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। ঘটনার পর উভয় নেতা থানায় পাল্টাপাল্টি অভিযোগে দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার যমুনা নদীর চৌবেড় মৌজার বালু মহালটি বেলাল হোসেন ৬ মাসের জন্য জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছেন। তিনি ২০২২ সালের ২ অক্টোবর থেকে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছেন। আজ শনিবার দুপুরের দিকে নদী থেকে বালু উত্তোলনকালে বেলাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন রফিকুল ইসলাম ডলার। চাঁদা না পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর করে এবং নৌকা ছিনিয়ে নেন। খবর পেয়ে বেলাল হোসেন ও তাঁর লোকজন এসে রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেন। আহত রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে রফিকুল ইসলাম ডলারসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডলার আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেন যমুনা নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় আবাদি জমি, বসতভিটাসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ কারণে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলে বেলাল ও তাঁর লোকজন আমাকে পিটিয়ে আহত করেছেন। বেলালের কাছ থেকে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় বেলাল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে রফিকুল ইসলাম ডলার চাঁদা দাবি করায় আমরা লোকজনের সঙ্গে তাঁর সামান্য মারামারি হয়েছে।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘যমুনা নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুপক্ষই থানায় অভিযোগ করেছে। একজন কর্মকর্তাকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বগুড়ার ধুনটে চাঁদা চেয়ে যমুনা নদী থেকে বালু তোলায় বাধা দেওয়ায় রফিকুল ইসলাম ডলার (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা বেলাল হোসেনের বিরুদ্ধে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান-কৈয়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম ডলার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেলাল হোসেন ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। ঘটনার পর উভয় নেতা থানায় পাল্টাপাল্টি অভিযোগে দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার যমুনা নদীর চৌবেড় মৌজার বালু মহালটি বেলাল হোসেন ৬ মাসের জন্য জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছেন। তিনি ২০২২ সালের ২ অক্টোবর থেকে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছেন। আজ শনিবার দুপুরের দিকে নদী থেকে বালু উত্তোলনকালে বেলাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন রফিকুল ইসলাম ডলার। চাঁদা না পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর করে এবং নৌকা ছিনিয়ে নেন। খবর পেয়ে বেলাল হোসেন ও তাঁর লোকজন এসে রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেন। আহত রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে রফিকুল ইসলাম ডলারসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডলার আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেন যমুনা নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় আবাদি জমি, বসতভিটাসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ কারণে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলে বেলাল ও তাঁর লোকজন আমাকে পিটিয়ে আহত করেছেন। বেলালের কাছ থেকে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় বেলাল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে রফিকুল ইসলাম ডলার চাঁদা দাবি করায় আমরা লোকজনের সঙ্গে তাঁর সামান্য মারামারি হয়েছে।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘যমুনা নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুপক্ষই থানায় অভিযোগ করেছে। একজন কর্মকর্তাকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
২৫ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
২৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৩৩ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে