বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তাঁর সোর্স। গত রোববার মধ্যরাতে এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তাজমিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদরের ছোট কুমিড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মারধরের শিকার দুজন হলেন, সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. নাসিম ও তাঁর সোর্স আব্দুল মান্নান। পুলিশ সদস্য নাসিমকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। তাঁর সোর্স সাবেক পুলিশ সদস্য মান্নানকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে মান্নান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজমিলুর রহমান।
জানা যায়, সম্প্রতি ছোট কুমিড়া এলাকা থেকে ২৯ বছর বয়সী চাম্পা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায় চাম্পার কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক তাজমিলুর বলেন, চাম্পার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী শয়ন শেখ ও ভাই স্বপনকে গ্রেপ্তার করতে সদর ফাঁড়ির একটি টিম ছোট কুমিড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় আসামির স্বজনদের হামলার শিকার হন পুলিশ সদস্য নাসিম ও সোর্স মান্নান। পরে খবর পেয়ে সদর থানার আরেকটি টিম গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান চলছে।
বগুড়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তাঁর সোর্স। গত রোববার মধ্যরাতে এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তাজমিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদরের ছোট কুমিড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মারধরের শিকার দুজন হলেন, সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. নাসিম ও তাঁর সোর্স আব্দুল মান্নান। পুলিশ সদস্য নাসিমকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। তাঁর সোর্স সাবেক পুলিশ সদস্য মান্নানকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে মান্নান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজমিলুর রহমান।
জানা যায়, সম্প্রতি ছোট কুমিড়া এলাকা থেকে ২৯ বছর বয়সী চাম্পা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায় চাম্পার কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক তাজমিলুর বলেন, চাম্পার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী শয়ন শেখ ও ভাই স্বপনকে গ্রেপ্তার করতে সদর ফাঁড়ির একটি টিম ছোট কুমিড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় আসামির স্বজনদের হামলার শিকার হন পুলিশ সদস্য নাসিম ও সোর্স মান্নান। পরে খবর পেয়ে সদর থানার আরেকটি টিম গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান চলছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারের (শিক্ষাকেন্দ্র) শিক্ষকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার উখিয়া কোর্টবাজার স্টেশনে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে দেশি-বিদেশি এনজিও সংস্থার গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে সড়ক
৭ মিনিট আগেনোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
৩৩ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
১ ঘণ্টা আগে