Ajker Patrika

লালপুরে ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

 লালপুর (নাটোর) প্রতিনিধি
ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা
ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। পরে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা, সৌভাগ্যক্রমে মা কালীর আশীর্বাদে অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি। কালীমাতা মন্দিরটি নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কের কাছে অবস্থিত।’

পরে সহকারী হাইকমিশনার শ্রীশ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্দির কমিটির সহসভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্দিরের সহসভাপতি গণেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশিস কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত