Ajker Patrika

রেললাইন দিয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৭
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন দিয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে রাসেল আলী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার স্বরূপপুর রেলগেট থেকে ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শ্রীরামপুর গ্রামের জমির উদ্দীনের বড় ছেলে।

রাসেলের ছোট ভাই রুহুল আমীন বলেন, ‘আমার ভাই নাটোর প্রাণ কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাজে যাওয়ার জন্য আমার মা ভাইকে ঘুম থেকে ডেকে তোলেন। তিনি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বাড়ি থেকে প্রায় ১০০ ফুট পূর্বে রেললাইনে যান। ওই সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আমার ভাই।’

এ বিষয়ে স্বরূপপুর রেলগেটের গেটম্যান হেলাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে রেলগেট দূরে হওয়ায় ওই সময় কিছু জানতে পারেননি তিনি। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছেন।

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, ‘ঘটনাটি শোনার পর সেখানে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত