নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে নগরীর বারো রাস্তার মোড় এলাকা থেকে এ মিছিল বের করেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলে ৯ জন নেতা-কর্মী অংশ নেন এবং সবার মুখ ঢাকা ছিল। এ ছাড়া একই রাতে নগরীর কয়েকটি এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। তবে পুলিশ বলছে, নিষিদ্ধ ছাত্রলীগকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। দেশের প্রচলিত আইনে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কোনো কর্মসূচি পুলিশের চোখে পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহানগরীর দড়িখরবনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যেকোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।’
বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন প্রমুখ।
রাজশাহীতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে নগরীর বারো রাস্তার মোড় এলাকা থেকে এ মিছিল বের করেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলে ৯ জন নেতা-কর্মী অংশ নেন এবং সবার মুখ ঢাকা ছিল। এ ছাড়া একই রাতে নগরীর কয়েকটি এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। তবে পুলিশ বলছে, নিষিদ্ধ ছাত্রলীগকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। দেশের প্রচলিত আইনে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কোনো কর্মসূচি পুলিশের চোখে পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহানগরীর দড়িখরবনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যেকোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।’
বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন প্রমুখ।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৭ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৫ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪০ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪২ মিনিট আগে