নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারধর এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক। শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট জেলার কাশাবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা এলাকার লিমন হোসেন মিন্টু (৩৩)।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, ‘গত বৃহস্পতিবার আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা তুলে মোটরসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর উপজেলার মাতাজী-মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুটি মোটরসাইকেল আরোহী অজ্ঞাত চার ব্যক্তি রাস্তায় আটকে আব্দুল জব্বারের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁকে মারধর করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি মহাদেবপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনার জন্য একটি টিম গঠন করে।’
এসপি আরও বলেন, ‘অভিযানের একপর্যায়ে গত শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৩০ হাজার টাকা। ছিনতাইয়ের টাকা দিয়ে কেনা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
নওগাঁয় পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারধর এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক। শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট জেলার কাশাবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা এলাকার লিমন হোসেন মিন্টু (৩৩)।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, ‘গত বৃহস্পতিবার আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা তুলে মোটরসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর উপজেলার মাতাজী-মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুটি মোটরসাইকেল আরোহী অজ্ঞাত চার ব্যক্তি রাস্তায় আটকে আব্দুল জব্বারের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁকে মারধর করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি মহাদেবপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনার জন্য একটি টিম গঠন করে।’
এসপি আরও বলেন, ‘অভিযানের একপর্যায়ে গত শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৩০ হাজার টাকা। ছিনতাইয়ের টাকা দিয়ে কেনা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় শনিবার সকাল সাড়ে নয়টা থেকে যৌথবাহিনী একটি কোচিং সেন্টার ঘিরে অভিযান পরিচালনা করছে। বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে— এমন খবরে এই অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) অভিযান চলছিলই।
৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সদস্যরা। শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৭ বিজিবি।
৩৩ মিনিট আগেপুলিশ জানায়, বস্তুগুলো বোমা বা ককটেল হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদভাবে সরাবে। মাগুরা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলার পর চলে যান, কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে