Ajker Patrika

রামেকের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী
রামেকের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।

রামেক হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাজশাহীর চারজন এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর দুজন করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত ছয়জনের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টার আগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র পেয়েছেন ১৬ জন। করোনা ইউনিটে বর্তমানে মোট চিকিৎসাধীন আছেন ১৫৩ জন। এর মধ্যে রাজশাহীর ৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৯ জন, কুষ্টিয়ার আটজন, চুয়াডাঙ্গার তিনজন এবং জয়পুরহাট ও মেহেরপুরের একজন করে রোগী রয়েছেন।

এ ছাড়া জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসেবে বুধবার রাজশাহীর ৩৭৯টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত