রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার নিয়োগ কেন অবৈধ ঘোষণা হবে না, তা নিয়ে আদালতের রুল জারি রয়েছে। পদোন্নতির জন্য দ্বিতীয়বার বোর্ড সভা বসবে আগামীকাল সোমবার। তবে এ অবস্থায় পদোন্নতি বেআইনি হওয়ায় ফের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ডের সদস্যদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুসাব্বির হাসান রোমান। ৯ ফেব্রুয়ারি তিনি এই নোটিশ পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার পদোন্নতি-বিষয়ক একটি সভা হয়। সেখানে বোর্ড সদস্যরা ওই শিক্ষকের সার্টিফিকেটে নামের ভিন্নতা পাওয়া গেলে বোর্ড সেটি স্থগিত করে। এর আগে ২০২১ সালে ওই শিক্ষকের নিয়োগের বিরুদ্ধে রিট করেন একই বিভাগের প্রাক্তন ছাত্র নুরুল হুদা।
রিটে নুরুল হুদা উল্লেখ করেন, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু নুসরাত সুলতানা স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি অর্জন করেন। তবে তিনি আবেদনে প্রথম শ্রেণি উল্লেখ করেছেন। নুরুল হুদার এই রিট আমলে নিয়ে রুল জারি করেন আদালত।
এ বিষয়ে নুরুল হুদা বলেন, ‘গত ৪ জুলাই ওই শিক্ষকের পদোন্নতি বিষয়ে একটি সভা হয়েছিল। তার কয়েক দিন আগে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের প্রেক্ষিতে এবং তাঁর সার্টিফিকেট নামে ভিন্নতা ছিল। এ কারণে সেটি স্থগিত করা হয়েছে। আবারও বোর্ড করা হয়েছে। তাই আমি আবারও লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এবার যে সার্টিফিকেট দাখিল করেছেন, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যাচাই-বাছাই করেনি। আর বিভাগের প্লানিং কমিটির সভায়ও সেটি নিয়ে আলোচনা হয়নি। আর যেহেতু ওই শিক্ষকের নিয়োগের বিষয়ে আদালতের রুল জারি আছে, সেহেতু তাঁর পদোন্নতি হতে পারে না।’
পদোন্নতি বোর্ডের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাস আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগের বৈধতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে। তবে আগামীকাল রাবির আইন বিভাগের প্রোমোশন বোর্ডে আমার থাকার কথা। কিন্তু আমার ব্যক্তিগত একটি কাজের জন্য আমি বোর্ডে যাচ্ছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত যখন নতুন চাকরি দেওয়া হয়, তখন সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। তবে পদোন্নতির এই বিষয়ে সার্টিফিকেটগুলো ওইভাবে ভেরিফাই করা হয়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রেজিস্ট্রার ভালো বলতে পারবেন। তবে তিনি সার্টিফিকেট কেন যাচাই-বাছাই করেননি—এ বিষয়ে আমি খোঁজ নেব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার নিয়োগ কেন অবৈধ ঘোষণা হবে না, তা নিয়ে আদালতের রুল জারি রয়েছে। পদোন্নতির জন্য দ্বিতীয়বার বোর্ড সভা বসবে আগামীকাল সোমবার। তবে এ অবস্থায় পদোন্নতি বেআইনি হওয়ায় ফের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ডের সদস্যদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুসাব্বির হাসান রোমান। ৯ ফেব্রুয়ারি তিনি এই নোটিশ পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই আইন বিভাগের শিক্ষক নূর নুসরাত সুলতানার পদোন্নতি-বিষয়ক একটি সভা হয়। সেখানে বোর্ড সদস্যরা ওই শিক্ষকের সার্টিফিকেটে নামের ভিন্নতা পাওয়া গেলে বোর্ড সেটি স্থগিত করে। এর আগে ২০২১ সালে ওই শিক্ষকের নিয়োগের বিরুদ্ধে রিট করেন একই বিভাগের প্রাক্তন ছাত্র নুরুল হুদা।
রিটে নুরুল হুদা উল্লেখ করেন, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু নুসরাত সুলতানা স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি অর্জন করেন। তবে তিনি আবেদনে প্রথম শ্রেণি উল্লেখ করেছেন। নুরুল হুদার এই রিট আমলে নিয়ে রুল জারি করেন আদালত।
এ বিষয়ে নুরুল হুদা বলেন, ‘গত ৪ জুলাই ওই শিক্ষকের পদোন্নতি বিষয়ে একটি সভা হয়েছিল। তার কয়েক দিন আগে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের প্রেক্ষিতে এবং তাঁর সার্টিফিকেট নামে ভিন্নতা ছিল। এ কারণে সেটি স্থগিত করা হয়েছে। আবারও বোর্ড করা হয়েছে। তাই আমি আবারও লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এবার যে সার্টিফিকেট দাখিল করেছেন, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যাচাই-বাছাই করেনি। আর বিভাগের প্লানিং কমিটির সভায়ও সেটি নিয়ে আলোচনা হয়নি। আর যেহেতু ওই শিক্ষকের নিয়োগের বিষয়ে আদালতের রুল জারি আছে, সেহেতু তাঁর পদোন্নতি হতে পারে না।’
পদোন্নতি বোর্ডের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাস আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগের বৈধতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে। তবে আগামীকাল রাবির আইন বিভাগের প্রোমোশন বোর্ডে আমার থাকার কথা। কিন্তু আমার ব্যক্তিগত একটি কাজের জন্য আমি বোর্ডে যাচ্ছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত যখন নতুন চাকরি দেওয়া হয়, তখন সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। তবে পদোন্নতির এই বিষয়ে সার্টিফিকেটগুলো ওইভাবে ভেরিফাই করা হয়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রেজিস্ট্রার ভালো বলতে পারবেন। তবে তিনি সার্টিফিকেট কেন যাচাই-বাছাই করেননি—এ বিষয়ে আমি খোঁজ নেব।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৩ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৪ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে