Ajker Patrika

ভিডিও ধারণকালে যমুনায় পড়ে নিখোঁজ কলেজছাত্র

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে যমুনা নদীতে ডুবে যাওয়া কলেজছাত্র জুনায়েদ রহমানকে উদ্ধারের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা
বগুড়ার ধুনটে যমুনা নদীতে ডুবে যাওয়া কলেজছাত্র জুনায়েদ রহমানকে উদ্ধারের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার ধুনটে যমুনার পাড়ে ঘুরতে এসে ভিডিও ধারণকালে নদীতে পড়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্রের নাম জুনায়েদ রহমান (১৮)। তিনি শেরপুর উপজেলা শহরের টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জুনায়েদ এবং তাঁর তিন বন্ধু মাফিজ ইকবাল, সোয়েব আহম্মেদ ও অওফি হাসান যমুনার তীরে বেড়াতে এসেছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, যমুনা নদীর বানিয়াজান স্পার বাঁধ এলাকায় ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ বেড়াতে আসেন। আজ বিকেলে চার বন্ধু সেখানে ঘুরতে আসেন।

একপর্যায়ে তিন বন্ধু জুনায়েদ, মাফিজ ও সোয়েব নদীর কিনারায় যান এবং অওফি পাড় থেকে তাঁদের ভিডিও করতে থাকেন। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে যান জুনায়েদ। তাঁকে উদ্ধার করতে মাফিজ ও সোয়েব পানিতে ঝাঁপ দেন। তখন পাড়ে থাকা অওফির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নৌকার সাহায্যে দুই বন্ধুকে উদ্ধার করেন। কিন্তু জুনায়েদের সন্ধান পাওয়া যায়নি।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যমুনা নদীতে পানির স্রোত থাকায় জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারেন। তাঁকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ইতিমধ্যে ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত