Ajker Patrika

সাবেক সাংসদের বাড়ির পাশে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২

পাবনা ও বেড়া প্রতিনিধি
সাবেক সাংসদের বাড়ির পাশে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২

পাবনার বেড়া উপজেলার সাবেক সাংসদের বাড়ির পাশে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে ভাই-বোন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত দুই শিশু হলো, উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানায়, নাটিয়াবাড়ি এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রেখেছিল। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি পরিত্যক্ত ককটেলকে লাথি দেয়। এরপর সেটি প্রাচীরের দেয়ালে লেগে বিস্ফোরিত হয় এবং দুজন গুরুতর আহত হয়। 

ককটেল বিস্ফোরণের শব্দে এবং তাদের চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে আসে। এরপর তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

এ বিষয়ে পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয় দেখাতে আমার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। আমি অবিলম্বে এই ককটেল হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

সাবেক সাংসদ আরও বলেন, ‘ইতিপূর্বে বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহর বাড়িতে গুলির ঘটনাকে যদি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হতো, তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’ 

এদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কারা, কি উদ্দেশ্যে সাবেক সাংসদের বাড়ির প্রাচীরের দেয়াল ঘেঁষে ককটেল রেখেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত