রাজশাহী প্রতিনিধি
দীর্ঘ লকডাউন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন রাজশাহীর ব্যবসায়ীরা। তাঁদের সেই ঘুরে দাঁড়ানো আরেকটু সহজ করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই প্রথম রাজশাহীর অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়ল ভর্তি পরীক্ষার ফলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাবি ক্যাম্পাসে ঢাবির বিভিন্ন ইউনিটের পরীক্ষায় অংশ নেন ৩৬ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। আর রাবির ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। ফলে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ১ লাখ ৬৪ হাজার ১৭০ জন রাজশাহী আসার কথা। তাঁদের সঙ্গে এক বা একাধিক অভিভাবকও রাজশাহী এসেছেন।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের তথ্যমতে, এ বছর গড়ে দেড় লাখ শিক্ষার্থী রাজশাহী এসেছেন। হোটেলের পাশাপাশি আত্মীয়-স্বজনের বাসায় থেকে তাঁরা পরীক্ষা দিয়েছেন। এ শহরে গড়ে প্রতিজনে ২ হাজার টাকা করে খরচ করলে এটি দাঁড়ায় ৩০ কোটি টাকায়। সেখান থেকে ১০ শতাংশ লাভ হলে ভর্তি পরীক্ষায় রাজশাহীতে ব্যবসায়ীরা আয় করেছেন ৩ কোটি টাকা।
রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় অন্যান্য সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি ব্যবসা হয়েছে। এটি আমাদের করোনার প্রভাব কাটিয়ে উঠতে বেশ ভালো একটা ভূমিকা রেখেছে।’
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি সেকেন্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন, হোটেল, রেস্তোরাঁ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন হয়েছে। তাই সব ধরনের ব্যবসা ভালোই হয়েছে। এটি আরও বেশি হবে যখন এখানে ভর্তির পর ক্লাস শুরু হবে। রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা হয়েছে। এগুলো থেকে ৩ কোটি টাকা লাভ হয়েছে ব্যবসায়ীদের।
দীর্ঘ লকডাউন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন রাজশাহীর ব্যবসায়ীরা। তাঁদের সেই ঘুরে দাঁড়ানো আরেকটু সহজ করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই প্রথম রাজশাহীর অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়ল ভর্তি পরীক্ষার ফলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাবি ক্যাম্পাসে ঢাবির বিভিন্ন ইউনিটের পরীক্ষায় অংশ নেন ৩৬ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। আর রাবির ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। ফলে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ১ লাখ ৬৪ হাজার ১৭০ জন রাজশাহী আসার কথা। তাঁদের সঙ্গে এক বা একাধিক অভিভাবকও রাজশাহী এসেছেন।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের তথ্যমতে, এ বছর গড়ে দেড় লাখ শিক্ষার্থী রাজশাহী এসেছেন। হোটেলের পাশাপাশি আত্মীয়-স্বজনের বাসায় থেকে তাঁরা পরীক্ষা দিয়েছেন। এ শহরে গড়ে প্রতিজনে ২ হাজার টাকা করে খরচ করলে এটি দাঁড়ায় ৩০ কোটি টাকায়। সেখান থেকে ১০ শতাংশ লাভ হলে ভর্তি পরীক্ষায় রাজশাহীতে ব্যবসায়ীরা আয় করেছেন ৩ কোটি টাকা।
রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় অন্যান্য সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি ব্যবসা হয়েছে। এটি আমাদের করোনার প্রভাব কাটিয়ে উঠতে বেশ ভালো একটা ভূমিকা রেখেছে।’
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি সেকেন্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন, হোটেল, রেস্তোরাঁ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন হয়েছে। তাই সব ধরনের ব্যবসা ভালোই হয়েছে। এটি আরও বেশি হবে যখন এখানে ভর্তির পর ক্লাস শুরু হবে। রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা হয়েছে। এগুলো থেকে ৩ কোটি টাকা লাভ হয়েছে ব্যবসায়ীদের।
বগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
৮ মিনিট আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১৬ মিনিট আগেশরীয়তপুর সদর উপজেলায় পাঁচটি বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে প্রেমতলা বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে এসব বেকারিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এ জরিমানা করেন।
১৯ মিনিট আগে