Ajker Patrika

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুরন্ত ২ শিশুকে পরিবারে হস্তান্তর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৮: ০৮
ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুরন্ত ২ শিশুকে পরিবারে হস্তান্তর

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া গাইবান্ধার দুরন্ত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ তাদের হস্তান্তর করে।

উদ্ধার দুই শিশু গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, শিশু দুটি বাড়ি থেকে গাইবান্ধা স্টেশনে ঘুরতে এসে ট্রেনে উঠে পড়েছিল। তখন ট্রেনটি ছেড়ে দেওয়ায় তারা আর নামতে পারেনি। সান্তাহার জংশন স্টেশনে তাদের ঘোরাঘুরি করতে দেখে প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের সন্দেহ হয়।

ওসি আরও বলেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানতে পারে, তারা ভুলে ট্রেনে চড়ে এখানে চলে এসেছে। পরে একজনের কাছে পাওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত