নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ রোববার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় এই বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
নওহাটা ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নওহাটা পৌর বাজার ও পশুহাট ঘুরে আবার কলেজের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল থেকে নেতা কর্মীরা শফিকুল হক মিলনের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের দিন শেষ। ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিনা কারণে মামলা দিচ্ছে এবং আটক করছে। সেই সঙ্গে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। বিএনপির এক দফা আন্দোলন কোনোভাবেই রোধ করা যাবে না। যতই বাধা আসুক এই সরকারের পতন করেই ঘরে ফিরবে বিএনপি।
সম্প্রতি ঢাকায় দলীয় সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার হন বিএনপি নেতা শফিকুল হক মিলন। এরপর রাজশাহীর বোয়ালিয়া থানার দুটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এখন কারাগারে বন্দী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ রোববার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় এই বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
নওহাটা ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নওহাটা পৌর বাজার ও পশুহাট ঘুরে আবার কলেজের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল থেকে নেতা কর্মীরা শফিকুল হক মিলনের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের দিন শেষ। ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিনা কারণে মামলা দিচ্ছে এবং আটক করছে। সেই সঙ্গে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। বিএনপির এক দফা আন্দোলন কোনোভাবেই রোধ করা যাবে না। যতই বাধা আসুক এই সরকারের পতন করেই ঘরে ফিরবে বিএনপি।
সম্প্রতি ঢাকায় দলীয় সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার হন বিএনপি নেতা শফিকুল হক মিলন। এরপর রাজশাহীর বোয়ালিয়া থানার দুটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এখন কারাগারে বন্দী।
পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেডে এলিগ্যান্ট স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ৪৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেডে কারখানার সামনে চাকরিচ্যুত শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে
১৬ মিনিট আগেলালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
১৭ মিনিট আগেচট্টগ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্
২৬ মিনিট আগেরাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৩–এর সদস্যরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে