প্রতিনিধি
সিরাজগঞ্জ: সরকার ঘোষিত চলাচলে বিধিনিষেধ কার্যকর ও করোনার সংক্রমণের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জ শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
আজ শনিবার সকালে শহর ঘুরে দেখা যায় শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযোদ্ধা সংসদ গলি, টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, সরকারি কলেজ গেট, শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড়, সদর থানা গেট ও পোস্ট অফিস সড়ক গুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবার যানবাহন চলাচলের জন্য বাজার স্টেশন এলাকা থেকে নিউ ঢাকা রোড, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক ও বগুড়া রোড চালু রয়েছে।
বাজার স্টেশন চেকপোস্টে দায়িত্বরত সদর থানার এসআই আবু ছাইদ জানান, আমরা মুভমেন্ট পাশ ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। তবে অ্যাম্বুলেন্স ও গুরুতর অসুস্থ রোগীবাহী গাড়ি ছেড়ে দিচ্ছি।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিদ্ধ আখতার পিপিএম বলেন, সরকারের ১৮ দফা নিদের্শনা বাস্তবায়ন করতে এই পদক্ষেপ। এ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশমুখ বন্ধ হতে পারে।
তিনি আরও বলেন, মানুষ নিজে থেকে সচেতন নয়। এ কারণে শুক্রবার থেকে পুলিশ আরও কঠোর অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। অনেক রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
সিরাজগঞ্জ: সরকার ঘোষিত চলাচলে বিধিনিষেধ কার্যকর ও করোনার সংক্রমণের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জ শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
আজ শনিবার সকালে শহর ঘুরে দেখা যায় শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযোদ্ধা সংসদ গলি, টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, সরকারি কলেজ গেট, শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড়, সদর থানা গেট ও পোস্ট অফিস সড়ক গুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবার যানবাহন চলাচলের জন্য বাজার স্টেশন এলাকা থেকে নিউ ঢাকা রোড, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক ও বগুড়া রোড চালু রয়েছে।
বাজার স্টেশন চেকপোস্টে দায়িত্বরত সদর থানার এসআই আবু ছাইদ জানান, আমরা মুভমেন্ট পাশ ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। তবে অ্যাম্বুলেন্স ও গুরুতর অসুস্থ রোগীবাহী গাড়ি ছেড়ে দিচ্ছি।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিদ্ধ আখতার পিপিএম বলেন, সরকারের ১৮ দফা নিদের্শনা বাস্তবায়ন করতে এই পদক্ষেপ। এ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশমুখ বন্ধ হতে পারে।
তিনি আরও বলেন, মানুষ নিজে থেকে সচেতন নয়। এ কারণে শুক্রবার থেকে পুলিশ আরও কঠোর অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। অনেক রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
১৭ মিনিট আগেপাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে