Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় টিসিবির পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় টিসিবির পণ্য জব্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত ঘটনাস্থলে গিয়ে মালামালগুলো জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে রাখা ছিল ডিলারের টিসিবি পণ্য। আজ শনিবার ছুটির দিন থাকায় টিসিবির ডিলার ভ্যানযোগে ৪৬ বস্তা মাল পাচারের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানসহ মালামাল আটক করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এ সময় ওপর ধোবড়া গ্রামের নজিবুর রহমানের ছেলে আলম ও সন্ন্যাসী কুপতলা গ্রামের নবীর ছেলে হানিফকে তালাবদ্ধ করে আটক করে রাখা হয়।

টিসিবির পণ্য পাচারের সঙ্গে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, টিসিবি পণ্য ভ্যানযোগে বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেছে। পরে ইউএনও বিষয়টি সমাধান করেছেন। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হায়াত জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির ৪৬ বস্তা মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত