সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ১৪ দিন পর গতকাল সোমবার রাতে তরুণীর ছোট ভাই বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন।
আজ মঙ্গলবার দুপুরে ওই তরুণীর শারীরিক পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে অভিযোগ ওঠা যুবক সঞ্জিত কুমার ওঁরাও (২২) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
সঞ্জিত কুমার ওঁরাওয়ের বাড়ি তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে।
মামলার বাদী ও প্রতিবন্ধী তরুণীর ছোট ভাই বলেন, ‘গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে আমার বোন প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। অনেকক্ষণ পর সে ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে প্রতিবেশীর গোয়াল ঘরে গিয়ে আমার বোন ও সঞ্জিতকে আপত্তিকর অবস্থায় দেখি। এ সময় সঞ্জিতকে ঝাপটে ধরে চিৎকার শুরু করলে সে পায়ের স্যান্ডেল ও শরীরের গেঞ্জি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাটি আমার পরিবার গ্রাম্য মাতব্বরদের জানায়।’
মামলার বাদী বলেন, ‘ঘটনার পর সঞ্জিতের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলন চন্দ্র সরকার মামলা করতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে মীমাংসার কথা বলেন। পরে গ্রাম্য সালিসে বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় মামলা করতে দেরি হয়েছে।’
এ বিষয়ে স্থানীয় মাধাইনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় গ্রাম্য সালিসে সমাধান করার চেষ্টা করা হয়েছিল।’
সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ১৪ দিন পর গতকাল সোমবার রাতে তরুণীর ছোট ভাই বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন।
আজ মঙ্গলবার দুপুরে ওই তরুণীর শারীরিক পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে অভিযোগ ওঠা যুবক সঞ্জিত কুমার ওঁরাও (২২) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
সঞ্জিত কুমার ওঁরাওয়ের বাড়ি তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে।
মামলার বাদী ও প্রতিবন্ধী তরুণীর ছোট ভাই বলেন, ‘গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে আমার বোন প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। অনেকক্ষণ পর সে ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে প্রতিবেশীর গোয়াল ঘরে গিয়ে আমার বোন ও সঞ্জিতকে আপত্তিকর অবস্থায় দেখি। এ সময় সঞ্জিতকে ঝাপটে ধরে চিৎকার শুরু করলে সে পায়ের স্যান্ডেল ও শরীরের গেঞ্জি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাটি আমার পরিবার গ্রাম্য মাতব্বরদের জানায়।’
মামলার বাদী বলেন, ‘ঘটনার পর সঞ্জিতের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলন চন্দ্র সরকার মামলা করতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে মীমাংসার কথা বলেন। পরে গ্রাম্য সালিসে বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় মামলা করতে দেরি হয়েছে।’
এ বিষয়ে স্থানীয় মাধাইনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় গ্রাম্য সালিসে সমাধান করার চেষ্টা করা হয়েছিল।’
গাজীপুরের শ্রীপুরে মো. নাজমুল ইসলাম হত্যা মামলার তিন আসামির তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আগুনে তিনটি বসতঘরের আসবাব ও ধান-চাল পুড়ে গেছে। আজ রোববার ভোররাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গুজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন যোগীরসিট গ্রামের মফিজ
২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম গেট সংলগ্ন বানুর বাজার এলাকায় এবং গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেগত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন অনৈতিক সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ।
২২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের একটি ‘জিম্মিঘর’-এর সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ায় সাইফুল ইসলামের বাড়ি থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধার করে বিজিবি সদস্যরা।
৩০ মিনিট আগে