Ajker Patrika

মাদক তল্লাশির কথা বলে গরু লুটের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির কথা বলে গুরু লুটের ঘটনায় ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। 

তিনি জানান, প্রত্যাহার করা ছয়জনের মধ্যে দুজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও তিনজন পুলিশ কনস্টেবল রয়েছেন। 

এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি খামারে গরু ডাকাতির ঘটনা ঘটে। 

এ ঘটনায় গোমস্তাপুর থানায় খামারের মালিক আশরাফুল ইসলাম ডাকাতির মামলা দায়ের করেছেন। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গরুগুলো উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। দ্রুত আপনারা পজিটিভ খবর পাবেন। থানায় ডাকাতির মামলা হয়েছে। গোমস্তাপুর থানার ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান। 

উল্লেখ্য, গত শুক্রবার রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে খামার মালিক আশরাফুল ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে খামার থেকে গরু নিয়ে যায়। অথচ পার্বতীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকার পরও খামার মালিক ৯৯৯-এ দুইবার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি বলে খামার মালিক জানান।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত