Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮: ১৮
চাঁপাইনবাবগঞ্জে দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ও জাসদ মনোনীত প্রার্থী মুনিরুজ্জামান মুনির। আজ রোববার দুপুরে এই মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে দুজন বাদে বাকি ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর প্রয়োজন একটি ফরমে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া ভোটারদের স্বাক্ষর দেখার জন্য দুজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তাঁরা স্বাক্ষর দেওয়া ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকার নেন। যে ১০ জন ভোটারের বাড়িতে যাওয়া হয়, তাঁদের মধ্যে একজন ভোটার স্বাক্ষর করেননি বলে তদন্তে ধরা পড়ে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। 

দেলোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র বাতিল হলেও আগামী তিন দিনের মধ্যে তিনি আপিল করতে পারবেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইমনোনয়নপত্র বাতিল হওয়া মোহাম্মদ আলী সরকার রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি এই আসনে নৌকার মনোনয়ন চেয়ে পাননি। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম, আ.লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঋণখেলাপি হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনির অন্য একজনের একটি ঋণের জামিনদার ছিলেন। সেই ব্যক্তি ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাঁদের আপিল করার সুযোগ রয়েছে। 
 
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন ও তাহরিমা খাতুনের। 

উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি, বাছাই করা হয় ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি ও ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ। আগামী ১ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ১৮০টি ভোটকেন্দ্রের ১২৩০টি ভোটকক্ষে ভোট দেবেন ভোটাররা। 

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোটকেন্দ্রের ১২৪০টি ভোট কক্ষে ভোট দেবেন ভোটাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত