বগুড়া প্রতিনিধি
বগুড়ায় তিন বছরের শিশুকে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৪) মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ওই নারী।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তাছলিমা বেগম নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৯ টার দিকে বাড়িতে ঢুকে দেখি আমার তিন বছর বয়সী শিশু কাজিম আলীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। স্ত্রী তাছলিমার লাশ বারান্দায় পড়ে আছে। লাশের পাশে একটি হাতুড়িও পড়ে ছিল।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিন রুমের টিনশেডের বাড়িতে সিরাজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের বেড রুমে বিছানা এবং সোফা সেট দেখে পুলিশের ধারণা হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে।
এ ছাড়াএ তাছলিমার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে সন্তানকে বেঁধে রেখে তাছলিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো রহস্য বোঝা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
বগুড়ায় তিন বছরের শিশুকে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৪) মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ওই নারী।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তাছলিমা বেগম নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৯ টার দিকে বাড়িতে ঢুকে দেখি আমার তিন বছর বয়সী শিশু কাজিম আলীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। স্ত্রী তাছলিমার লাশ বারান্দায় পড়ে আছে। লাশের পাশে একটি হাতুড়িও পড়ে ছিল।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিন রুমের টিনশেডের বাড়িতে সিরাজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের বেড রুমে বিছানা এবং সোফা সেট দেখে পুলিশের ধারণা হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে।
এ ছাড়াএ তাছলিমার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে সন্তানকে বেঁধে রেখে তাছলিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো রহস্য বোঝা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’
১৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, এ বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সে সময়ের মধ্যেই নির্বাচন হবে।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন
২৪ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
২৭ মিনিট আগে