Ajker Patrika

তারেক-জোবাইদার মামলার রায়ের বিরুদ্ধে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯: ১৬
তারেক-জোবাইদার মামলার রায়ের বিরুদ্ধে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রায় ঘোষণাকে কেন্দ্র করে দুপুর পর থেকেই শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। সেখানে দলীয় কার্যালয়ের সামনেই তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দেন। 

বিকেলে তারেক রহমান ও ডা. জোবায়দার সাজার রায় ঘোষণার খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে নবাববাড়ী সড়ক হয়ে জেলা জজ আদালতের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপি নেতা সহিদ উন নবী সালাম বক্তব্য দেন। 

বগুড়ায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকাবক্তারা বলেন, এটি সরকারের নির্দেশে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়। দেশের মানুষ অবৈধ সরকার ও তার প্রশাসনের রায় মানে না। সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধমে এই রায়ের জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তাঁরা। 

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। শহরের ভেতরে এবং সড়ক ও মহাসড়কে দিনভর পুলিশ টহল দিতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত